spot_img

ঝিনাইদহের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

ঝিনাইদহের বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিলের মধ্যে একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ

অর্থনৈতিক অপরাধীদের বিচারে তদন্ত কমিটি হচ্ছে: রিজওয়ানা হাসান

অর্থনৈতিক অপরাধ যারা করেছে তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ