spot_img

এআর রহমানের পর বিচ্ছেদের ঘোষণা তার টিমের গিটারিস্ট মোহিনীর

অবশ্যই পরুন

বর্তমানে ভারতীয় সুরকার-গায়ক এ আর রহমানের সংসার ভাঙনের উত্তাল খবরের কাগজ থেকে শুরু করে নেটদুনিয়া। বিয়ের ২৯ বছর পর মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচ্ছেদ ঘোষণা করলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। এর মাঝেই আরও একটি বিচ্ছেদের খবর এলো। এআর রহমানের টিমের নারী গিটারিস্ট মোহিনীরও সংসার ভেঙেছে।

ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী।

মঙ্গলবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দাম্পত্যে ইতি টানার ঘোষণা করলেন সুরেলা জুটি মোহিনী-মার্ক। যৌথ পোস্টে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আর মার্ক ঘোষণা করছি যে আমরা আলাদা হয়েছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতি হিসেবে জানাই এটি আমাদের পারস্পরিক বোঝাপড়া। যদিও আমরা এর পরেও দারুণ বন্ধু থাকছি। কিন্তু আমরা দু’জনেই জীবনে ভিন্ন জিনিস চাই এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের।’

পোস্টে মোহিনী জানিয়েছেন বিচ্ছেদ হলেও তাঁরা একসঙ্গে কাজ করবেন নানা প্রজেক্টে। একসঙ্গে কাজের ক্ষেত্রে তাঁরা একে অপরের প্রতি সম্মান রাখেন এবং গর্ববোধও করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘একসঙ্গে কাজ অদূর ভবিষ্যতে থামছে না।’ বন্ধু, পরিবার ও অনুরাগীদের থেকে সমর্থন চেয়ে তাঁদের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে না ফেলার আবেদন জানিয়েছেন মোহিনী। একইসঙ্গে তাঁদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও করেছেন।

২৯ বছর বয়সি গিটারিস্ট মোহিনী কলকাতার মেয়ে। দেশ-বিদেশজুড়ে রহমানের সঙ্গে প্রায় ৪০টিরও বেশি শোয়ে পারফর্ম করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশনার হলেন ৪ জন, নিয়োগ পেলেন যারা

নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ