spot_img

ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান

অবশ্যই পরুন

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান।

বুধবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাডম্যান তার পোস্টে লিখেছেন, ‘এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি যে, আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’

এছাড়াও, গার্নিকা ৩৭ ল’ ফার্মের এক্স অ্যাকাউন্ট থেকে তিনটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়, ‘টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার দায়িত্ব হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ প্রদান করা।’

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

এর আগে, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সেই সময় অভিযুক্তদের পক্ষ থেকে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তবে সে সময় তাকে দেশে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

বর্তমানে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৩ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্রে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ