spot_img

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

অবশ্যই পরুন

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলে সুযোগ পাওয়া এবং পারফর্ম করাটা কঠিন কাজ। এমন প্রতিযোগিতামূলক আইপিএলের মঞ্চেই দেখা মিলতে পারে এবার ১৩ বছর বয়সী এক কিশোরের।

আইপিএলের মেগা নিলামের আগে প্রকাশি হয়েছে চূড়ান্ত তালিকা। যেখানে জায়গা পেয়েছেন ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে আছে বৈভব সূর্যবংশীর নামটাও। এবার নিলাম থেকে দল পেলে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার রেকর্ড গড়বেন তিনি।

১৩ বছর বয়সী এই কিশোর নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায়। ইতোমধ্যেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। সাদা পোশাকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছেন ৫৮ বলে সেঞ্চুরি। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা এখন তার দখলে।

বয়স ভিত্তিক খেলায় ভারতের জার্সি গায়ে জড়ানোর আগে ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। সেটা রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে। এ ছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন বৈভব। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতেও খেলেছেন বৈভব। ৫০ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন বৈভবের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন।

ঘরোয়া আর বয়স ভিত্তিক দলে এমন পারফরম্যান্স দিয়ে এবার আইপিলের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বৈভব। এবার দেখা বিষয়, নিলামের টেবিলে এই কিশোরের ওপর কোনো ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখে কি না!

এবারের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

সর্বশেষ সংবাদ

নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ