spot_img

ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন প্রণয় ভার্মা

অবশ্যই পরুন

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশে একটি স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে কাজ করে যাবে। যেখানে উভয় দেশের জনগণই প্রধান অংশীদার।

ভার্মা জানান, বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল। এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে বলেও জানান তিনি।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, আমি বিশ্বাস করি, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। আমাদের এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে রয়েছে।’

এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ উল্লেখ করে তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ