spot_img

গ্রামিতে রেকর্ড গড়লেন বিয়ন্স

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আগামী আসর। আসছে গ্র্যামি মনোনয়নে সর্বোচ্চ রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী বিয়ন্স নোলস।

গত রাতে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ১১ মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে গায়িকার গ্র্যামি মনোনয়নের সংখ্যা হলো ৯৯। এত মনোনয়ন নেই আর অন্য কোনো শিল্পীর।

এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮ মনোনয়ন ছিল বিয়ন্সের স্বামী জে-জেডের।

এবারের আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। ছয়টি করে মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির নির্বাচন উৎসবমুখর করতে সবাইকে নিয়ে চেষ্টা করার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সেটিই আমাদের স্বপ্ন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ