শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বলের আঘাত লাগার পর রান নিতে গিয়ে মাটিতে পড়ে যান মোহাম্মাদ সাইফউদ্দিন। সে সময় আবার মাথায় আঘাত পান তিনি। রান আউট হয়ে মাঠ ছাড়ার পর তাকে নেওয়া হয় হাসপাতালে। গতকালই (মঙ্গলবার) মাথায় স্ক্যান করানো হয়। তার ফল ইতিবাচক এসেছে। তবে বাড়তি সতর্কতার জন্য এই অলরাউন্ডারকে আজ পর্যবেক্ষণে রাখা হবে।
বর্তমানে দলের সঙ্গে টিম হোটেলে আছেন সাইফউদ্দিন। পর্যবেক্ষণ শেষে তার অবস্থা ভালোভাবে জানা যাবে। তবে বর্তমানে যেমন আছেন এই মিডিয়াম পেসের অলরাউন্ডার, তাতে দ্বিতীয়বার পরীক্ষার প্রয়োজন মনে করছে না বিসিবি। এর মধ্যে অসুস্থ অনুভব করলে, তখন পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড দেবাশিষ জানান, ‘আপাতত যেরকম আছে তাতে দ্বিতীয়বার টেস্টের কোনো প্রয়োজন নেই। এসব ক্ষেত্রে দু-একদিন অপেক্ষা করা ভালো। তবে আমি বলব শঙ্কা নেই একদম।’
বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারে লঙ্কান পেসার দুশমন্থ চামিরার করা ওভারের দ্বিতীয় বলটি হুক করতে গিয়ে ব্যর্থ হন সাইফউদ্দিন। বলটি আঘাত হানে তার হেলমেটে। এরপর রান নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন, রান আউট থেকে বাঁচতে ডাইভও দিয়েছিলেন, তাতে আবার আঘাত পান মাথায়। হেলমেটে আঘাত পাওয়ায় সাইফউদ্দিনকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার বদলি হিসেবে কনকাশন সাব হয় তাসকিন আহমেদকে।