spot_img

ঘূর্ণিঝড় ইয়াস: ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে কৃষক নিহত

অবশ্যই পরুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় দিনভর ঝড়ো বাতাস বয়ে গেছে। এসময় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে আবু তাহের (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল রাতে লালমোহন উপজেলায় এ ঘটনা ঘটে।

এদিকে নদী উত্তাল থাকায় বিকেলের পর থেকে ভোলায় সব ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বিষয়টি  নিশ্চিত করে জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়, তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত নেই। ট্রলারে কিছু জাল নষ্ট হয়েছে। এছাড়া ঝড়ের সময়ে ইলিশা ফেরীঘাট এলাকায় ৩-৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ