জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (২১ মে) যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আমি খুব বেশি চাইছি না, তাদের কাছে মাত্র এক দশমিক ছয় মিলিয়ন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ডোজ চাইছি । তাদের উচিত দ্রুত বাংলাদেশে এই ডোজগুলো দেওয়া, যাতে মানুষ তাদের দ্বিতীয় ডোজটি নিতে পারে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ডের টিকা রফতানি বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না। এই পরিস্থিতি তিনি আইটিভির সঙ্গে কথা বলেন।
ড. মোমেন টিকা ইস্যুতে যুক্তরাজ্যকে আন্তরিক হওয়ার কথা বলেন, এবং তাদের কমনওয়েলথ সদস্য দেশগুলোকে সহায়তা করা উচিত বলে মনে করেন।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে অনেক বাংলাদেশি অবদান রাখছেন। তাই যুক্তরাজ্যের এগিয়ে আসা উচিত।