ঘটনা ভারতের মদ্ধপ্রদেশের সাগর জেলার। সুনির্দিষ্ট করোনা নিষেধাজ্ঞা থাকার পরেও মাস্ক ছাড়াই বাজার করতে বের হয়েছিলেন এক নারী। তাকে রাস্তায় থামিয়ে চুলের মুঠি ধরে গাড়িতে ওঠানোর চেষ্টা করে পুলিশ। উঠতে না চাইলে তাকে মারধরও করা হয়।
বৃহস্পতিবার (২০ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দুইজন নারীকে দেখা যায়, যাদের একজনের মুখে মাস্ক ছিলো। মাস্কবিহীন ওই নারী গাড়িতে উঠতে না চাইলে তিন পুলিশ তাকে উঠার জন্য জোর করে। গাড়িতে না উঠায় একজন মহিলা পুলিশ তার চুলের মুঠি ধরে টানতে থাকেন ও মারধর করেন। আর বিপরীতে মাস্কবিহীন ওই নারী আতঙ্কে চিৎকার করতে থাকেন।
এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে করোনা পরিস্থিতিতে পুলিশের এমন ব্যবহার মধ্যপ্রদেশে এবারই প্রথম নয়। মাস্ক না পরায় গত এপ্রিলেও এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করেছিলেন দুই পুলিশ।