শিরোপা ধরে রাখতে আসন্ন ইউরোতে বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে শক্তিশালী এক স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। স্বাভাবিকভাবেই আক্রমণভাগের সবচেয়ে বড় নাম সিআর সেভেন। তার সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, অ্যাথলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়োগো জোতা, আইনট্রাখট ফ্রাংকফুটের আন্দ্রে সিলভারা।
এদিকে দলটির রক্ষণে রয়েছে রুবেন দিয়াস, হোয়াও ক্যানসেলো এবং রাফায়েল গুরেইরো। গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন, অ্যান্থনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিও।
দল ঘোষণার সময় কাজটা যে কঠিন ছিল, সেটা স্বীকার করেছেন সান্তোস, ২৩ জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল। পেশাদার হিসেবে, আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমি জানি সবাই সন্তুষ্ট হয়নি। কিন্তু ব্যক্তিগতভাবে ইউরোতে যারা খেলেছিল, তাদের কয়েকজনকে দলে নিতে না পারা আমাকে কষ্ট দিচ্ছে। পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ে অনেকেই খেলেছে, যাদের আমি বিশ্বকাপ দলে নিতে পারিনি। সেটাও কষ্টের। এডের, নানি এবং অন্যরা যারা পর্তুগিজ ফুটবল ইতিহাসে চমৎকার একটি অধ্যায় যোগ করেছে, তাদের বাদ দেওয়া কঠিন। কিন্তু আমি এমন ফুটবলারদেরই বেছে নিয়েছি, যাদের দিয়ে আমি আমার ধাঁধাটা মেলাতে পারব।’
আসন্ন ইউরো ‘এফ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। মূল আসর শুরুর আগে ৪ জুন স্পেইন এবং ৯ জুন ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
ইউরোতে পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক : অ্যান্থনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার : ব্রুনো আলভেজ, সেড্রিক সোয়ারেস, জোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গেরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ
মিডফিল্ডার : আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কারভালহো
ফরোয়ার্ড : আন্দ্রে সিলভা, বার্নান্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, গেলসন মার্টিন্স, গন্সালো গেদেস, রিকার্ডো কারেসমা