spot_img

ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে ইসরাইল প্রতিষ্ঠা করা হয়েছে: আসাদ

অবশ্যই পরুন

ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দামেস্কে একদল ফিলিস্তিনি প্রতিনিধি ও নেতার সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গত কয়েকদিনের পাশবিকতা নিয়ে আলোচনা হয়। ইসরাইল শান্তি কিংবা সংলাপের ভাষা বোঝে না বলেও মন্তব্য করেন আসাদ।

এ সময় প্রেসিডেন্ট আসাদ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থনকে তার দেশের অন্যতম মৌলিক নীতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নিজেদের মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে ফিলিস্তিনিরা যে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রতি দামেস্কের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য প্রেসিডেন্ট আসাদকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি প্রতিনিধিরা।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক: টিআইবির নির্বাহী পরিচালক

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে না পারা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক এবং কূটনৈতিক পরাজয় বলে মন্তব্য করেন টিআইবির...

এই বিভাগের অন্যান্য সংবাদ