spot_img

বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক: টিআইবির নির্বাহী পরিচালক

অবশ্যই পরুন

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে না পারা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক এবং কূটনৈতিক পরাজয় বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়া জানান, কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক।

আজ সোমবার (১৮ নভেম্বর) টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিনের ওপর পর্যবেক্ষণ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যেখানে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

দায়িত্ব নেওয়ার পর গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন, আর্থিকখাতের উন্নয়নসহ বিভিন্ন কমিশন গঠন বর্তমান সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গণভবনকে জাদুঘরে রুপান্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।

এসময় তিনি সরকারকে শিক্ষাখাত এবং স্বাস্থ্যখাতে সংস্কার কমিশন গঠনসহ ব্যক্তিমালিকানাধীন খাতকে সংস্কারে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে জনগণ জুলাই-আগস্ট বিপ্লবের সফলতা পাবে না বলেও মনে করে টিআইবি।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ