spot_img

এ সপ্তাহেই বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’

অবশ্যই পরুন

 চলতি সপ্তাহে সুন্দরবনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’। আলিপুর আবহাওয়া অধিদফতরের সূত্রের বরাতে কলকাতা২৪ জানিয়েছে, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এএনআই জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে।

এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম নিউজ১৮ আবহাওয়াবিদদের বরাতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াশের গতিমুখ বাংলাদেশের দিকে থাকতে পারে। ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনো তেমন কিছু জানায়নি। তবে উপগ্রহ ছবি পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ।

ড. বিশ্বজিৎ নাথ জানান, আগামী ২৪ মে ঘূর্ণিঝড়টি রূপ পেতে পারে। সেদিন থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড়টির উপকূলমুখী যাত্রা। তারপর ২৮ থেকে ৩০ মে’র মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারত উপকূলে।

উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির গতি ঘণ্টায় ১৪৫ থেকে ১৭৫ কিলোমিটার হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে সতর্ক হতে বলেন এই দুর্যোগ গবেষক। ঘূর্ণিঝড়ের ‘ইয়াস’ নামটি ওমানের প্রস্তাবিত।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ