ইয়েমেনের বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন। তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না।
ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে শনিবার (১৫ মে) তিনি এসব কথা বলেছেন।
মুহাম্মাদ আলী আল-হুথি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরায়েলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি ইসরায়েলে হামলা করেন, তাহলে সৌদির বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব।’
এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, ‘আসুন মা’রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আল-আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।’
ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদ এর আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে।