করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রাদুর্ভাবের মধ্যেও দেশে থাকা স্বজনদের জন্য রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক মাস রোজা রাখার পর ঈদের দিন আমাদের জন্য অনেক আনন্দের। এ বছর সমস্যা হয়েছে কোভিডের কারণে। ঈদ এবার উদযাপন করবেন নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে।
তিনি দেশবাসীকে বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সতর্ক থাকতে হবে। গত এক মাসের সংযমে আমরা ত্যাগের শিক্ষা নিয়েছি। এবারের ঈদ উদযাপন করতে হবে বিশেষ পরিস্থিতির মধ্যে। সবসময় করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের।