spot_img

ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন গুনাবর্ধনে

অবশ্যই পরুন

দুর্নীতির দুটি অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেলেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আভিস্কা গুনাবর্ধনে। এখন থেকে তিনি সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন।

আইসিসি কর্তৃক কখনো সরাসরি অভিযুক্ত হননি গুনাবর্ধনে। ৪ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে ফিক্সিংয়ের অভিযোগে ২০১৯ সালের মে মাসে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অভিযোগে জানানো হয়, ইসিবির দুর্নীতি-বিরোধী নীতি ভঙ্গ করেছেন গুনাবর্ধনে। এরপর তাকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সম্ভাব্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসিবির অভিযোগের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক কোচিং করানো থেকেও বহিষ্কৃত হন তিনি।

ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্তে মাঠে নামে আইসিসি। তারা স্বাধীন ট্রাইব্যুনাল গঠনের পর সোমবার রায় দেয়, গুনাবর্ধনের ওপর ওঠা ফিক্সিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে তার আরেক সতীর্থ নুয়ান জয়সার বিরুদ্ধে ইসিবির আনা চারটির অভিযোগের মধ্যে তিনটি থেকে মুক্তি দিয়ে একটি বলবৎ রাখা হয়েছে। আইসিসির আরেকটি অভিযোগে অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ