spot_img

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

অবশ্যই পরুন

এবার অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। তবে সব ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। খেলবেন না আর প্রথম শ্রেণির ক্রিকেটও। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আজ বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ব্যাটার।

ভিডিওতে ইমরুল কায়েস জানান, আগামী ১৬ নভেম্বর থেকে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না তিনি।

সকল ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করছি। যা আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

অবশ্য লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে, ইডেন গার্ডেন্সে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে।

বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৩০।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে, যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার

শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ