spot_img

মমতার মন্ত্রিসভায় নেই কোনো তারকা

অবশ্যই পরুন

ভূমিধস জয়ের পর তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের শপথ অনুষ্ঠানের আগে ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন তিনি; তাদের মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, রোববার যে তালিকা রাজভবনে পাঠানো হয়েছে তাতে পুরোনো মন্ত্রীদের অনেকেই থাকছেন। মমতার এবারের এই মন্ত্রিসভায় নতুন মুখের ছড়াছড়ি। নতুন ১৭ জন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন।

এদিকে, নির্বাচনে প্রার্থী না হয়েও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রাজ্যের সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, সোহম চক্রবর্তীর মতো তারকা প্রার্থীরা নেই এই তালিকায়। কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও মন্ত্রিসভার তালিকায় নাম নেই সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও।

এবারের বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রোববার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে টালিউডের কোনো তারকার নাম নেই।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ