spot_img

বড় হয়ে আমি মা হতে চেয়েছিলাম: শুভশ্রী

অবশ্যই পরুন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় সব তারকার সঙ্গেই কাজ করেছেন। সিনেমার ঝলমলে দুনিয়ার বাইরে তিনি বর্তমানে একজন মা। গেলো বছরের সেপ্টেম্বরে শুভশ্রীর কোল আলো করে পৃথিবীতে এসেছে পুত্রসন্তান। তার নাম রেখেছেন ইউভান।

মা হিসেবে নিজেকে বরাবরই গর্বিত মনে করেন শুভশ্রী। এই সময়ে তার কাছে সিনেমা কিংবা কাজের চেয়ে মাতৃত্বই বেশি গুরুত্বপূর্ণ।

তবে মজার ব্যাপার হলো, মাতৃত্বের প্রতি শুভশ্রীর আগ্রহ সেই ছোট বেলা থেকেই। তিনি তখন থেকেই স্বপ্ন দেখতেন, বড় হয়ে মা হবেন। আজ ৯ মে, মা দিবসে শুভশ্রী বলেন, আমার ছোট বেলার কথা মনে পড়ছে, আমি তখন থেকেই বড় হয়ে মা হতে চেয়েছিলাম। ভাবলে হয়ত অদ্ভুত শোনাবে, কিন্তু এটাই সত্যি। ডিসকভারি চ্যানেলে যখন দেখাত কীভাবে একটা বাচ্চার জন্ম হয়, আমি হা করে দেখতাম। মা হওয়ার ইচ্ছে নিজের মধ্যে ধারণ করতে করতে আমি বড় হলাম।

অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের কথা জানিয়ে শুভশ্রী বলেন, আমি অনেক দেরিতে জেনেছিলাম, আমি অন্তঃসত্ত্বা। জীবনের সব আনন্দ একদিনেই যেন পেয়ে গিয়েছিলাম। সেই ছোটবেলার স্বপ্ন সত্যি হল। আমার মতো করে, খুব সুন্দর করে মা হতে চাই আমি। সেই অতিমারির সময় ইউভান আমার শরীরে মিশে গিয়েছিল। বাইরে মৃত্যু দেখছি আর ভিতরে ইউভানের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি!

শুভশ্রী আরও বলেন, তখন সবাই বলেছিল, যেন মা হওয়ার পর দ্রুত কাজে ফিরি। কাজ তো করবোই। কিন্তু ইউভান সব কিছুর আগে। ও খুব চিনেছে আমায়। মা-কে ওর চাই-ই। ও আমায় মাতৃত্বের যে অনুভব দিয়েছে, তা চিরকালের। তাই বলে আমি ইউভানকে আঁকড়ে ধরে থাকব, এমন নয়। আমি চাই, ও সকলের মধ্যে বড় হোক। ওর দিদি, পিসি, মাসি- সকলকে চিনুক।

প্রসঙ্গত, শুভশ্রী বর্তমানে তার সন্তান ইউভানের সঙ্গে থাকতে পারছেন না। কারণ তিনি করোনাভাইরাসে আক্রান্ত। কিছু দিন আগেই তিনি এই মহামারিতে সংক্রমিত হয়েছেন। যার কারণে আলাদা হয়ে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ