spot_img

গিনির স্বর্ণখনিতে ভূমিধস, নিহত ১৫

অবশ্যই পরুন

গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানা গেছে।

তবে এসব লোক খনির ওপর থেকে পড়া পাথর চাপায় নাকি খনির ভেতরে চাপা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি।

দুর্ঘটনাস্থল থেকে রেডক্রস অন্তত ১৫ জনের প্রাণহানির খবর জানিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্যাপ্টেন মামাদু নিয়ারে বলেছেন, সিগুইরি খনির পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগজনক। দিনশেষে এই ভূমিধস কোভিড-১৯ মহামারীর চেয়েও ভয়ানক।

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত করোনায় ১৪৯ জন মারা গেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্বর্ণখনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ