spot_img

জর্ডানে তিনজনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট

অবশ্যই পরুন

জর্ডানে তিনজনের দেহে ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল-মামলাকা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল-হাওয়ারি বলেছেন, এমন তিনজনের দেহে ভারতীয় ওই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যারা কখনও ভারত সফর করেননি। খবর রয়টার্সের।

এ কারণেই তারা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বলে জানান। এদের মধ্যে দুজন আম্মানের এবং একজন জারকা শহরের বাসিন্দা। জর্ডানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১২ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৮ হাজার ৮৭১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৫ জন এবং এ সময় মারা গেছেন আরো ৩৫ জন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ