টানা কয়েকদিন সীমান্ত সংঘাতের পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। শনিবার (১ মে) এক যৌথ বিবৃতিতে শান্তিচুক্তির ঘোষণা দেন দুই দেশের নিরাপত্তা বাহিনীর প্রধানরা।
পরবর্তী পদক্ষেপ নিয়ে ফোনালাপও হয় দেশ দুটির প্রেসিডেন্টের মধ্যে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী মধ্য এশীয় দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেন। চুক্তির শর্ত মেনে চলতে দু’পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সাবেক সোভিয়েত ভুক্ত দুটি দেশই কৌশলগত মিত্র হিসেবে দেখে মস্কোকে।
একটি জলাশয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে কিরগিজিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে। গ্রামবাসীদের লড়াইয়ের মাধ্যমে ঘটনার সূত্রপাত হলেও পরে জড়িয়ে পড়ে দুই দেশের সীমান্তরক্ষীরা।
গোলাগুলিতে ৪৯ জনের মৃত্যুর খবর জানা যায়।