spot_img

শেষ দিকের দুর্দান্ত বোলিংয়ে বেঙ্গালুরুর টানা জয়

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে রোমাঞ্চকর লড়াইয়ে ৬ রানে হারিয়েছে বিরাট কোহলি শিবির।

চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে বেঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৯ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল (পাচটি চার ও তিনটি ছক্কা)। ২৯ বলে চারটি চারে ৩৩ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।

ডি ভিলিয়ার্স জ্বলে উঠতে পারেননি। ৫ বলে এক রান করে তিনি বিদায় নেন রশিদ খানের বলে।

শাহবাজ ১৪, পাডিকাল ১১ রান করেন। বল হাতে হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৮ রানে দুই উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। তিন উইকেট নেন জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৪ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (সাত চার ও একটি ছক্কা)। মনিষ পান্ডে করেন ৩৮ রান ৩৯ বলে। জনি বেয়ারস্টো করেন ১৩ বলে ১২ রান।

মিডল অর্ডারে আব্দুল সামাদ (০), জেসন হোল্ডার (৪) ও বিজয় শঙ্কর (৩) ব্যর্থ হওয়ায় ম্যাচ চলে যায় বেঙ্গালুরুর হাতে। ৯ বলে এক চার ও এক ছক্কায় রশিদ খান ১৭ রান করলেও হারতে হয় হায়দরাবাদকে।

বল হাতে বেঙ্গালুরুর হয়ে দুই ওভারে ৭ রানে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। জেমিসন পান একটি উইকেট।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ