করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে ভারত সরকার এবার রুশ টিকা ‘স্পুটনিক ভি’ অনুমোদন দিয়েছে।
দেশটিতে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা হিসেবে ব্যবহার শুরু হবে ‘স্পুটনিক ভি’র।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বের ৬০তম দেশ হিসেবে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।’
আনন্দবাজার জানায়, অনুমোদন পাওয়ার দিক থেকে বিশ্বের কোভিড টিকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই রুশ টিকা।
ভারতে ‘স্পুটনিক ভি’ টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। এই টিকা দুই ডোজের।
ডক্টর রেড্ডি’জ জানিয়েছে, ‘মডার্না’ ও ‘ফাইজারের’ পরে ‘স্পুটনিক ভি’ টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, ৯১.৬ শতাংশ।
ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ।
ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং মারা গেছেন১ লাখ ৭১ হাজার ৮৯ জন।