spot_img

রবীন্দ্রনাথের ‘সঞ্চয়িতা’ পড়ে ভরসা খুঁজছেন রিয়া

অবশ্যই পরুন

খোলা চুল, হলুদ কুর্তি। হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সঞ্চয়িতা’। সেটিকে মন দিয়ে পড়ছেন রিয়া চক্রবর্তী। রবিবার সকালে এমন ছবিই ভেসে উঠল অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

রিয়ার সামাজিক পাতায় এমন দৃশ্য সত্যিই বিরল। বছর ছয়েক ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তিনি। ৬০০-র কাছাকাছি ছবি রয়েছে তাঁর দেওয়ালে। আলিয়া ভট্ট, মৌনী রায়দের মতো সেগুলির কোনওটি থেকেই বইয়ের প্রতি তাঁর অনুরক্তির কথা জানা যায়নি। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা বঙ্গতনয়া এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের বই হাতে ছবি দিলেন। এর সঙ্গেই বিশ্বকবির ‘গীতাঞ্জলি’ থেকে কয়েকটি পঙক্তি তুলে আনলেন পোস্টের বিবরণীতে। তার সঙ্গেই জুড়ে দিলেন ‘#কিপিংদ্যফেইথ’। বাংলায় যার অনুবাদ করলেন দাঁড়ায়, ‘ভরসা রাখছি’।

কার উপর ভরসা রাখছেন রিয়া? তিনি কি কবিগুরু?

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য রিয়াকে দায়ী করে তুলে দেওয়া হয়েছিল কাঠগড়ায়। নেটমাধ্যমেও নিন্দার ঝড় বয়ে গিয়েছিল তাঁকে নিয়ে। রিয়ার এই ছবিতেও কটাক্ষ করেছে নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠেছে, তিনি আদৌ বাংলা পড়তে জানেন কি না। অতীতকে পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করতে হয়তো নিজের উপরেই আপাতত ভরসা রাখছেন অভিনেত্রী। একটু একটু করে ফিরিয়ে আনছেন পুরনো অভ্যাসগুলি।

নেটমাধ্যম থেকে পুরোপুরি উধাও হয়ে যাওয়া রিয়া আবার ছবি পোস্ট করতে শুরু করেছেন। চার দেওয়ালের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে বন্ধুদের সঙ্গেও আনন্দে মাতছেন রিয়া। মুম্বইয়ের এক চিত্রগ্রাহকের দাবি, বন্ধু শাকিব সালিমের জন্মদিন পালন করতে আলিবাগ গিয়েছিলেন অভিনেত্রী। আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে রুমি জাফরি পরিচালিত ‘চেহরে’। এই ছবিতে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন রিয়া। আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ