spot_img

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

অবশ্যই পরুন

স্থগিত করা হলো শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ট্রায়াল। মঙ্গলবার কর্মসূচির কর্ণধার অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণের পর প্রাপ্তবয়স্কদের রক্তজমাট বাধার মতো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখেই সাময়িক এ স্থগিতাদেশ। কিন্তু ট্রায়ালে অংশ নেয়া ৩শ’ শিশু স্বেচ্ছাসেবীর মধ্যে নেই কোনো সমস্যা। বরং বিজ্ঞানীদের চূড়ান্ত পর্যবেক্ষণের অপেক্ষায় রয়েছেন তারা।

গত ফেব্রুয়ারিতে শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ট্রায়াল শুরু হয়। জানানো হয়, ৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিনটি তৈরি করছে করোনা প্রতিরোধক ব্যবস্থা।

এদিকে, যুক্তরাজ্যের ৩ কোটি ১৬ লাখ নাগরিকের টিকাদান নিশ্চিত করেছে দেশটির সরকার। যাদের ৫৪ লাখ পেয়েছেন দুই ডোজ ভ্যাকসিন।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ