spot_img

নারী দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অবশ্যই পরুন

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দনবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন।’

প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপি বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ ক্রীড়াবান্ধব তিনি সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ, সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন। আমি বিশ্বাস করি, আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে।’

উল্লেখ্য, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ