spot_img

বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করলেন সৌদি রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলা‌দেশি‌দের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান ব‌লে‌ছেন, বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ ও কর্ম দক্ষতায় সৌদির উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যা‌চ্ছে।

বুধবার (৩১ মার্চ) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিক‌দের বিষয়ে এ প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. সেলিম উদ্দিন ও মন্ত্রীর একান্ত সচিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন করপোরেশনে সৌদি সরকারের বিনিয়োগের সর্বশেষ অগ্রগতি এবং বিনিয়োগ কার্যক্রম দ্রুত চূড়ান্ত করার বিষয়ে সার্বিক আলোচনা হয়।

দে‌শের শিপবিল্ডিং, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল এবং অ্যাগ্রো ফুড প্রসেসিং শিল্পে সৌদি সরকারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানি‌য়ে শিল্পমন্ত্রী বলেন, সৌদি সরকার ইতোমধ্যে বাংলাদেশে স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশন, কেমিকেল করপোরেশন ও সুগার করপোরেশনের মাধ্যমে সৌর বিদ্যুৎ, বিদ্যুৎ, ওষুধ, সার ও সিমেন্টখাতে বিনিয়োগ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব ক্ষেত্রে বিনিয়োগ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের সঙ্গে শিল্প কারখানা সম্প্রসারণ ও ব্যবসা-বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ আন্তরিক। তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

বর্তমানে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশে রয়েছে জা‌নি‌য়ে রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সব সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শিল্প কারখানা সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ ও তাদের কাজের প্রশংসা করেন তিনি। রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীকে সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানান।

সর্বশেষ সংবাদ

পরকীয়ায় বাধা হওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়া প্রেমে বাধা হওয়ায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনকে ২০...

এই বিভাগের অন্যান্য সংবাদ