spot_img

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি: ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদা করে কোন আলোচনা হয়নি।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। সেখানে বৈঠক শেষে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সবধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।

তিনি আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।

এসময় তিনি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ সংবাদ

বছরে ১২শ কোটি টাকায় নাইকির সঙ্গে ব্রাজিলের ১২ বছরের চুক্তি

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে ১২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিল। ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ