নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিল ও দোয়া- মোনাজাতের মধ্যে দিয়ে রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।
শবে বরাতের মহিমান্বিত রাতে সোমবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ প্রত্যেকটি মসজিদে এবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও মসজিদে মসজিদে ইবাদত করছেন।
পবিত্র শবে বরাতের রাতে সাধারণ মুসল্লিরা জামাতে এশা পড়ে নফল নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় দোয়া মোনাজাত করেছেন। কেউ কেউ বাসা বাড়িতে শবে বরাতের নফল এবাদত করছেন। কবর জিয়ারতের মাধ্যমে মৃতদের আত্মার মাগফেরাত কামনায় অনেকে কবরস্থানে ছুটছেন।
পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজ দোয়া এবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র শবে বরাত পালন করছেন।
রাজধানীর জাতীয় মসজিদে বাদে মাগরিব থেকে শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান। এশার নামাজের পর মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি এবং মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন তিনি।
এদিকে রাজধানীর হাইকোর্ট মাজার, মহাখালীর গাউছুল আজম মসজিদ, সায়েদাবাদের ফয়জানে জামে মসজিদ, শাহজানপুর গাউছুল আজম মসজিদ, মোহাম্মদ কাদেরিয়া আলিয়া মাদ্রাসা মসজিদ, কমলাপুর জামে মসজিদসহ রাজধানীর অধিকাংশ মসজিদে শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররমসহ এসব মসজিদে ফজর নামাজ পর্যন্ত ইবাদতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।