মুসলমানদের জন্য পবিত্র শবে বরাত উপলক্ষে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ফার্সি ভাষায় শবে বরাত বলে। হাদীসে ‘লাইলতুল বরাত’ নামে এসেছে। শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। অর্থাৎ মুক্তির রাত। এ রাত্রে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দরজা খুলে দেন।
স্থানীয় সময় শনিবার সন্ধায় টুইটারে দেয়া পোস্টে এরদোগান বলেন, ‘আমি আশা করি যে পবিত্র শবে বরাতের রাতে পৃথিবীর উপরে আল্লাহুর করুণা বর্ষিত হবে। পুরো বিশ্বজগত পরিত্রাণ লাভ করবে। আমি আমাদের জাতি, মুসলিম বিশ্ব এবং সমস্ত মানবতার জন্য মঙ্গল কামনা করি। আমাদের জন্য এটি যেন রহমতের রাত হয়।’
তিনি পবিত্র কুরআনের সূরা আদ-দুখানের চতুর্থ আয়াত উদ্ধৃত করে লেখেন, ‘এই রাতে জ্ঞানের প্রতিটি বিষয় নির্ধারিত হয়।’ সূত্র: আনাদোলু এজেন্সি।