spot_img

পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

অবশ্যই পরুন

রাজধানীর পল্লবীর বাইগারটেকে দুই ছেলেকে জবাই করে হত্যা করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। শিশু দুটির বয়স ৭ ও ৫ বছর। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহ দুটি মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ