spot_img

শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

অবশ্যই পরুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচিটি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা নামে একটি সংগঠন। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও পরে প্রতিবাদ সমাবেশ করা হয়।

সংগঠনটির শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সহ সভাপতি অনিক ঘটক চৌধুরী, শ্যামসুন্দর দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী, পালং হরিসভার ভারপ্রাপ্ত সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীর কিশোর দে, আইনজীবী আলী আহম্মদ খান প্রমুখ।

কর্মসূচিতে ইসকন, হিন্দু-বৈধ-খৃষ্টান ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতা কর্মীরা অংশ নেন।

বক্তারা অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। আর এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে দিকে নজর দেওয়ার আহবান জানান সরকারকে। দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করার দাবী জানানো হয়।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে ফেসবুক পোস্টে হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে কটূক্তির অভিযোগ তুলে সম্প্রতি ওই গ্রামে হামলা করা হয়। হামলাকারীরা ওই গ্রামের হিন্দুদেন বাড়ি-ঘর ভাঙচুর ও মন্দিরে ভাঙচুর চালায়।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ