spot_img

ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

অবশ্যই পরুন

ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বারিধারার ব্রিটিশ হাইকমিশনে বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের গাড়ি প্রবেশ করে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হাইকমিশনের ভেতরে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক হয় বলে জানান। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে এক ঘণ্টা পর বিএনপি মহাসচিবের গাড়ি হাইকিশন থেকে বেরিয়ে যায়।

এর আগে, গত শনিবার দুইদিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আজ তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক হয়।

সর্বশেষ সংবাদ

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ

বড় পুঁজি নিয়েও পেরে উঠল না বাংলাদেশ। তিন শ' ছুঁই ছুঁই রান জয়ের জন্য যথেষ্ট করে তুলতে পারেনি তাসকিন-নাহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ