spot_img

তুরস্কের ড্রোন সফলতায় অনুপ্রাণিত ব্রিটেন

অবশ্যই পরুন

যুক্তরাজ্য তার নতুন প্রতিরক্ষা নীতির কৌশল সংক্রান্ত নথিতে প্রতিরক্ষা শিল্পে বিভিন্ন রোবটিক যানের (সমুদ্র, স্থল ও আকাশে) উন্নয়নের গুরত্বের ওপর জোর দিচ্ছে। এ গুলোকে বিভিন্ন রণক্ষেত্রে ব্যবহার করা হবে, তুরস্ক যেমন তাদের ড্রোনগুলোকে উন্নয়ন করার মাধ্যমে নাগোরনো-কারাবাখ ও লিবিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল।

এ নথি সোমবার প্রকাশ করা হয় যার শিরোনাম হলো ‘প্রতিযোগিতার যুগে প্রতিরক্ষা’। এ প্রতিবেদনে ২০৩০ সালকে কেন্দ্র করে ব্রিটিশ আর্মির রণসজ্জার বিষয়টি প্রকাশ করা হয়। এ পরিকল্পনার মধ্যে রয়েছে, সেনা বাহিনীর সদস্য সংখ্যা কমানো এবং এর পরিবর্তে ড্রোন ও আধুনিক যুদ্ধ প্রযুাক্তির ওপর অধিক গুরুত্ব দেয়া।

এ নথিটি ৬৯ পৃষ্ঠার। এটা সম্প্রতিক বছরগুলোতে বৃটেনের পররাষ্ট্র নীতি ও জাতীয় প্রতিরক্ষা নীতির পর্যলোচনার ওপর ভিত্তি করে করে তৈরি। এখানে ব্রিটিশ বাহিনীর জন্য যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে তার ওপরও তথ্য দেয়া হয়েছে। এ পদক্ষেপগুলোর মাধ্যমে আগামীতে ব্রিটিশ বাহিনী যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তার তথ্যও দেয়া হয়েছে।

এ নথির মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে ব্রিটিশ বাহিনীকে `ঝুকি মোকাবেলায় সমন্বিত শক্তি’ হিসেবে গড়া হবে। সমুদ্র, স্থল, আকাশ, মহাশূণ্য ও সাইবার ক্ষেত্রে এ বাহিনীর উন্নয়ন করা হবে। চার বছর এসব যুদ্ধ উপকরণের জন্য ৮৫ বিলিয়ন পাউন্ড (১১৭ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করা হবে। এ বাজেটের মাধ্যমে সামরিক বাহিনী একটি প্রতিযোগিতামূলক অবকাঠামো পাবে।

এ নথিতে বলা হয়েছে ভাবিষ্যৎ আকাশ প্রতিরক্ষার জন্যও বিনিয়োগ করা হবে। নতুন প্রজন্মের প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের জন্য বিশাল ড্রোন বহর, শক্তি অস্ত্র ও আধুনিক অস্ত্র ব্যাবস্থার ওপরও বিনিয়োগ করা হবে। ব্রিটিশ বাহিনীর আধুনিকায়নের ভিত্তি স্থাপনে গবেষণা ও উন্নয়নে বরাদ্দ থাকবে। দীর্ঘ মেয়াদি কৌশলের অংশ হিসেবে ‘পরীক্ষা ও মূল্যায়ন’ প্রক্রিয়াকে উন্নত করা হবে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ব্যবস্থা ও মহাশূন্যভিত্তিক বিভিন্ন প্রায়োগিক বিষয়ে উন্নয়ন করা হবে।

এ নথিতে আরো উল্লেখ করা হয়েছে, কিছু দেশ সামরিক-বেসামরিক পদক্ষেপ গ্রহণ করেছে নতুন প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের জন্য। এদেশগুলো বেসামরিক আবিষ্কারের মাধ্যমে লাভবান হচ্ছে। কম খরচের ড্রোন যেমন তুরস্কের তৈরী ড্রোনগুলো নাগোরনো-কারাবাখ ও লিবিয়ায় প্রচণ্ড আঘাত হানতে পেরেছে। এ ড্রোনগুলো উচ্চ-প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারী বর্মাচ্ছাদিত সামরিক যানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এ নথিতে মহাশূন্য গবেষণা ও স্যাটেলাইট ব্যবস্থার উন্নয়নেও গুরত্ব দেয়া হয়।

সূত্র : ডেইলি সাবাহ

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ