spot_img

অনুশীলনে গিয়ে বজ্রপাতে সার্ফারের মৃত্যু

অবশ্যই পরুন

টোকিও অলিম্পিকে এবার থাকছে সার্ফিং ডিসিপ্লিন। যে খেলাটায় তারকা হতে পারতেন ক্যাথরিন দিয়াস। কিন্তু এল সালভাদোরের এই শীর্ষ সার্ফারের মৃত্যু হলো অনুশীলনের সময় বজ্রপাতে।

ঘটনা গত শুক্রবারের। সমুদ্রে অনুশীলন করছিলেন ক্যাথরিন দিয়াস। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে ২২ বছরের এই মেয়ের মৃত্যু হয়।

সালভাদোরের সার্ফিং ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘ক্যাথরিন এ বার অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করত। ওই কিনা ছেড়ে চলে গেল আমাদের। ক্যাথরিনের জন্য গভীর ভাবে শোকাহত এল সালভাদোর।’

এল তুঞ্চোর সমুদ্র উপকূলে অন্য দিনের মতো শুক্রবার সকালেও ট্রেনিং করতে নেমেছিলেন ক্যাথরিন। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য কয়েক দিন পরেই ছিল এক টুর্নামেন্ট।

ক্যাথরিন সার্ফিং জগতে বেশ পরিচিত নাম। তিনি এল সালভাদোরের জাতীয় সার্ফিং টিমে সুযোগ পেতেন ঠিক।

আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে বলেছে, সার্ফিংয়ের মতো খেলাকে ক্যাথরিনদের পারফরম্যান্সই স্পেশাল করে তুলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ও যথেষ্ট সফল ছিল। ওয়ার্ল্ড সার্ফিং গেমস, ওয়ার্ল্ড জুনিয়র সার্ফিং চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ