spot_img

সাকিবকে নিয়ে তৈরি হবে সিনেমা

অবশ্যই পরুন

তিহাসের বিখ্যাত ব্যক্তি এবং স্মরণীয় হয়ে রয়েছেন যারা, তাদেরকে নিয়ে সাধারণত আত্মজীবনীমূলক সিনেমা তৈরি করা হয়। এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন সাকিব।

আমাদের ভারতীয় উপমহাদেশে এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়েও সিনেমা তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান শনিবার (২০ মার্চ) অনলাইনের এক লাইভ অনুষ্ঠানে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে তার আত্মজীবনীমূলক সিনেমার কাজও শুরু হয়ে যেত।

সাকিব বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

সিনেমার কাজ দ্রুতই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্স্যাক্ট আপডেট কি আমি জানি না।

এদিকে, শনিবার বাংলাদেশের ক্রিকেটভিত্তিক একটি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ