spot_img

বিমানে মাস্ক না পরায় জরিমানা

অবশ্যই পরুন

করোনা মহামারির কারণে গোটা বিশ্বে বদলে গেছে জীবনযাপনের বহু রীতি। তারই ধারাবাহিকতায় প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বিমানগুলোতে রয়েছে মাস্ক পরার বাধ্যবাধকতা। আর ভারতের এক যাত্রী বিমানে ওই রীতির তোয়াক্কা না করে মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় তাকে তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের হাতে।

ঘটনাটি ঘটেছে শনিবার ইন্ডিগোর বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটে। ঘটনার বিষয়ে বলা হচ্ছে, ওই যাত্রীকে বিমানের ক্রুরা বারবার মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। পরে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তাকে ওই বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

ভারতের দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দিয়ে রেখেছে বার বার বলার পরও কোনো যাত্রী যদি মাস্ক না পরেন তাকে বিমান থেকে নামিয়ে দিতে।

কয়েকদিন আগে এয়ারএশিয়া ইন্ডিয়া তাদের গোয়া-মুম্বাই ফ্লাইট থেকে দুই যাত্রীকে নামিয়ে দিয়েছিল আর কোভিড-১৯ নিয়ম না মানায় ইন্ডিগো তাদের দুই যাত্রীকে তুলে দিয়েছিল নিরাপত্তা কর্মকর্তাদের হাতে।

সূত্র : ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ