spot_img

তরিকুলের প্রতারণার ফাঁদে ৫ শতাধিক মানুষ

অবশ্যই পরুন

রংপুরে পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তরিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার তরিকুল মুক্তা পানিসহ বিভিন্ন কোম্পানির এজেন্ট নিয়োগের নামে রংপুুুর মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল পাঁচ শতাধিক মানুষের কাছে ৪ কোটির বেশি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান। গ্রেফতার তরিকুল ইসলাম (৪০) বগুড়া জেলার শিবগঞ্জের বারহট্টা দামগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, ২০২০ সালের অক্টোবরে রংপুুুর নগরে মুক্তা পানিসহ টিএমএফ ট্রেডার্স লিমিটেড নামে বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান পরিচয় দিয়ে কার্যক্রম শুরু করেন তরিকুলসহ কয়েকজন। পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে এজেন্ট ও কর্মী নিয়োগ দেওয়ার কথা বলে একটি অফিস চালিয়ে আসছিল তরিকুল, মোতালেব ও ফিরোজসহ কয়েকজন।

তিনি আর বলেন, মানুষ না বুঝে চক্রটির সঙ্গে যোগাযোগ শুরু করলে তারা লোভনীয় অফারের ফাঁদে ফেলে প্রায় পাঁচ শ জনের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে মোট ৪ কোটির অধিক টাকা গ্রহণ করেন। পরে মুক্তা পানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।

কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, জানুয়ারি মাসে প্রতারণার শিকার হয়ে তরিকুলের নামে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। গত ১৯ মার্চ সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদের নেতৃত্বে বগুড়ার শিবগঞ্জে অভিযান পরিচালনা করে তরিকুলকে গ্রেফতার করা হয়।

মিনান আরও বলেন, তরিকুল বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে বেনামি কোম্পানি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অফিসে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ঢাকার নিকুঞ্জে তরিকুলের বিলাসবহুল বাসভবন রয়েছে। তিনি শিবগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেন। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য।...

এই বিভাগের অন্যান্য সংবাদ