spot_img

এ বছর এশিয়া কাপ খেলবে না পাকিস্তান

অবশ্যই পরুন

করোনার কারণে আপাতত স্থগিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে আগামী জুনে এ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এ বছর এশিয়া কাপ খেলবে না পাকিস্তান। পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে এমন বার্তাই পাঠিয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি।

এবারের এশিয়া কাপ পিছিয়েও যেতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকেই নাকি এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী জুনে শ্রীলঙ্কায়। কিন্তু করোনা মহামারির কারণে ক্রিকেটীয় সূচি সব ওলটপালট হয়ে যাওয়ায় ওই সময় আসর বসা নিয়েই সংশয় দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের আসর পিছিয়ে ২০২৩-এ নেওয়া হবে।

এশিয়া কাপ নিয়ে আপাতত কোন ভাবনা নেই পিসিবির। সংস্থাটির লক্ষ্য কিভাবে পিএসএলের বাকি ম্যাচগুলো সুন্দরভাবে শেষ করা যায়।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ