spot_img

সজল-সারিকার ‘কাগজের মানুষ’

অবশ্যই পরুন

সম্প্রতি ‘কাগজের মানুষ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন সারিকা। এই নাটকে তার সঙ্গে দেখা যাবে অভিনেতা সজলকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার।

গেল সপ্তাহে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, অন্ধকার থাকতেই আসমা বেগম কাজে বেরিয়ে পড়ে। রাজধানী শহরের রাস্তা পরিষ্কার করার কাজ করেন আসমা।

মেয়ে সায়মার বিশ্ববিদ্যালয় ভর্তির টাকা জোগাড় করতে মরিয়া সে। এক সময় পরিচয় হয় পেপার বিক্রেতা সাবুর সঙ্গে। সাবুও অনেক সংগ্রাম করেই জীবন চালাচ্ছে। সকালে পেপার বিক্রি করে বিকালে টিউশনি করে।

এ দু’জনের চলার পথের গল্প নিয়েই এ নাটক। নাটকে পেপার বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন সজল এবং আসমা চরিত্রে দেখা যাবে সারিকাকে।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, যেহেতু একজন পেপার বিক্রেতার চরিত্র, তাই খুব ভোর বেলায় শুটিং করতে হয়েছে। এ নাটকের গল্প জীবন ঘনিষ্ঠ গল্প। আমার বিশ্বাস নাটকটির জন্য ভালো সাড়া পাবো।

সারিকা বলেন, গল্পের কারণেই এ নাটকে আমার কাজ করা। আমার সহশিল্পী হিসাবে সজল ভাইকে পেয়েছি। আশা করছি এটি দর্শকের কাছে ভীষণ ভালো লাগার একটি নাটক হবে।

নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ