spot_img

রাশিয়ায় বিরোধী দলের সম্মেলনে অভিযান, আটক ২০০

অবশ্যই পরুন

রাশিয়ায় বিরোধী দলের একটি সম্মেলন ভেস্তে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধী দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ ২০০ জনকে আটক করেছে। সাপ্তাহিক সম্মেলনে রাজধানী মস্কোর একটি হোটেলে শুরু হয়েছিল। ঠিক তখনি পুলিশ সেখানে প্রবেশ করে এবং সবাইকে আটক করছে।

পুলিশ জানায়, করোনা বিধি ভঙ্গের পাশাপাশি একটি ‘অনাকাঙ্ক্ষিত সংস্থা’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

বিরোধী দলীয় নেতারা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার স্থানীয় ও সংসদ নির্বাচনের আগে নিজেদের কৌশল নির্ধারণের জন্য মস্কো সম্মেলনে অংশ নিয়েছিলেন। টিভি ফুটেজ থেকে দেখা গেছে, অংশগ্রহণকারীদের পুলিশের গাড়িতে তোলা হচ্ছে।

পুলিশ জানায়, তারা করোনাভাইরাস বিধি লঙ্ঘন করেছিল। অংশগ্রহণকারীদের বেশ কয়েকজনের করোনার ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের অভাব ছিল। সম্মেলনের পেছনে ‘অগ্রহণযোগ্য’ সংগঠন ‘ওপেন রাশিয়া’র হাত ছিল।

মিখাইল খোদোরকভস্কি ‘ওপেন রাশিয়া’ সংগঠনটি যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পুতিনের বিরোধী হিসেবে পরিচিত। ক্ষমা পেয়ে বিদেশে যাওয়ার আগে পুতিনের আইনজীবীদের বানোয়াট অভিযোগে খোদোরকভস্কি ১০ বছর জেলখানায় কাটিয়েছেন।

তবে সম্মেলনের অন্যতম বিরোধী দলীয় নেতা আন্দ্রেই পিভোভারভ বলেছেন যে ইউনাইটেড ডেমোক্র্যাটস নামে পরিচিত একটি দল এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। তিনি বলেন, ‘আমাদের ভয় দেখানোর জন্য’ এই অভিযান চালানো হয়েছিল।

যাদের আটক করা হয়েছে তাদের জরিমানা করা হবে বা অল্প সময় আটক করে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। মস্কো থেকে বিবিসির সারা রেইনসফোর্ড বলেছেন, গ্রেফতার হওয়া এসব বিরোধী দলীয় নেতাদেরকে ‘পশ্চিমা শত্রুবাহিনী’ সমর্থিত রাশিয়া বিরোধী হিসেবে উল্লেখ করা হয়।

গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে স্থগিত সাজা ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছিল। তাকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল, পরে জার্মানিতে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য।

আটকের বিষয়ে আলেক্সি নাভালনির সহযোগীরা বলেন, এটি পরিষ্কার যে ‘শাসকগোষ্ঠী নির্বাচনের সময় যেকোনও প্রতিযোগিতায় ভয় পায়।’

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ