spot_img

১৮ মার্চ নেপাল যাবে ফুটবলাররা

অবশ্যই পরুন

ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে আগামী ১৮ মার্চ নেপাল যাচ্ছে জাতীয় ফুটবল দল। দলের সবাইকে ভিসা নিয়ে দেশটিতে যেতে হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

বৃহস্পতিবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহাগ বলেন, ‘আগে আমরা অন অ্যারাইভাল ভিসা নিয়ে যেতাম। তবে নেপাল ফুটবল ফেডারেশন (এনএফএফ) থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে ভিসা নিয়ে ফ্লাই করতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে দলের ভিসা করে ফেলবো।’

ফুটবলারদের জন্য স্বস্তির খবর, নেপালে গিয়ে কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে বাংলাদেশ থেকে সবাইকেই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছার পর আরেকবার করোনা পরীক্ষা করাতে হবে। যারা নেগেটিভ হবে তারা অনুশীলন করতে পারবে।

এর আগে কখনো ভিসা নিয়ে বাংলাদেশের কাউকে নেপাল যেতে হয়নি। কিন্তু এবার কেন? এমন প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘নেপাল থেকে আমন্ত্রণ পাওয়ার পর আমরা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ শুরু করি। কতদিন আগে যেতে হবে, কিভাবে যেতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এসব জিজ্ঞেস করি। তখন তারা জানিয়েছিল সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে দলের সবাইকে ভিসা নিয়ে যেতে হবে।’

এদিকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ১৮ মার্চ ছাড়বে। এ বিষয়ে তিনি বলেন, ‘কলকাতা মোহামেডান থেকে আমরা চিঠি পেয়েছি। ওরা বলেছে, জামাল যেহেতু দলের অধিনায়ক- তাই তারা ১৮ মার্চ তাকে ছেড়ে দিচ্ছে। জামাল ঢাকা এসে দলের সঙ্গে যেতে পারে কিংবা কলকাতা থেকে সরাসরি নেপালও যেতে পারে।’

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ