ইরানের আরও দুই কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আসে এ ঘোষণা।
পররাষ্ট্র মুখপাত্র নেড প্রাইস জানান, নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড- আইআরজিসি’র দুই কর্মকর্তা।
২০১৯ ও ২০২০ সালের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। নিষেধাজ্ঞার ফলে আলি হেমাতিয়ান ও মাসৌদ সাফদারি ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
চীনের জিনজিয়ানে উইঘুরদের ওপর নির্যাতন প্রসঙ্গেও কথা বলে প্রাইস। জানান, উইঘুরে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টানোর মতো কোনো কিছু করেনি চীন।