সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির চেয়ে বেশি ভ্যাকসিন এসেছে বলে দাবি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির চেয়ে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন কম এসেছে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘চুক্তি অনুযায়ী- প্রথম চালানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। কিন্তু সেই ভ্যাকসিন আগেভাগে জানুয়ারি মাসেই নিয়ে এসেছি আমরা। এখন এসে আবারও তাদের কাছ থেকে ২০ লাখ ভ্যাকসিন পেলাম। চুক্তি অনুযায়ী, ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে আমাদের এক কোটি এবং ছয় মাসের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা। সেখানে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়ে গেছি। মার্চের মধ্যে এক কোটি ভ্যাকসিন পেয়ে যাব। এ ছাড়া আশা করছি জুলাইয়ের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন চলে আসবে।’
মঙ্গলবার সকালে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ মাসে আমাদের পাওয়ার কথা ছিল ৫০ লাখ। কিন্তু পেয়েছি ২০ লাখ। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল’।