spot_img

করোনার টিকা নিলেই মিলছে কেক, পেস্ট্রি, মদ!

অবশ্যই পরুন

করোনার টিকা নিলেই বিনামূল্যে পিৎজা! সঙ্গে কেক, পেস্ট্রি, কফি তো রয়েইছে। এক পানশালা আবার বিনামূল্যে মদ পানেরও সুযোগ দিচ্ছে!

সাধারণের মধ্যে টিকা নিয়ে ভীতি দূর করতে এমনই অভিনব সব উদ্যোগ নিল ইসরায়েলের একটি শহর।

ইসরায়েলের রাজধানী তেল আবিব। সম্প্রতি কোভিড ১৯ টিকা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে।

তেল আবিব শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।

দেশটিতে বহু আগে থেকেই এই মহামারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন।

বিশেষ করে তরুণ প্রজন্ম করোনাভাইরাসকে কম ভয় পেলেও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।

তেল আবিব প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। কী কী পদ থাকছে মেনুতে?

সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হল পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারেন আগতরা।

এ ছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলেও একই নিয়মে চলছে।

তেল আবিবের এক পানশালা আবার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদ পানের সুযোগ দিচ্ছে।

ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছে। দেশটিতে মূলত ফাইজারের টিকা দেওয়া চলছে। ৬ লাখ মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।

ইসরায়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২১ জনের।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ