spot_img

দারোয়ান ও গৃহপরিচারিকার গল্পে ‘বান্টি বানু’

অবশ্যই পরুন

‘শিল্পী’ দিয়ে বাজিমাত করার পর এবার নির্মাতা মহিদুল মহিম আসছেন ‘বান্টি বানু’ চমক নিয়ে।

এতেও মুখ্য চরিত্রে কাজ করেছেন সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর গৃহপরিচারিকা বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

জানা গেছে, এমন চরিত্রে দুজনেই প্রথম অভিনয় করেছেন।

নাটকটি সম্পর্কে এর নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবীন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বান্টি বানু’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায়।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ