spot_img

কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

অবশ্যই পরুন

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই কুয়েত পৌঁছান কাভুসোগলু। সেখানে দেশটির আমির ছাড়াও যুবরাজ ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

সফরে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবেরকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ অবসানে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল কুয়েত। শেষ পর্যন্ত তুরস্কের মিত্র কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয় সৌদি জোট। সেদিকে ইঙ্গিত করে কাভুসোগলু বলেন, কুয়েতের মধ্যস্থতার সুবাদে উপসাগরীয় অঞ্চলে এখন একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তাদের এ উদ্যোগকে আঙ্কারা স্বাগত জানায়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল উপসাগরীয় অঞ্চল চাই। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সঙ্গে আমাদের কাজ অব্যাহত থাকবে। স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষেত্রে আমরা সহযোগিতা বাড়াবো। সূত্র: আনাদোলু এজেন্সি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ