spot_img

সাঙ্গাকারা ধোনি গিলক্রিস্ট স্টুয়ার্টের পাশে মুশফিক

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ একটি মাইলস্টোন ছুঁয়েছেন মুশফিকুর রহিম। পূর্ন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ৪’শ ডিসমিসাল।

২টি মাইলস্টোনের সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন মুশফিকুর রহিম । ৩৯ রান করতে পারলেই তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে পা রাখবেন মুশফিক।

এবং এই ৩৯টি রান করতে পারলে উইকেট কিপিং অল রাউন্ডার হিসেবে ৪০০ ডিসমিসালের পাশে ১২ হাজার রানে সাঙ্গাকারা ( ৫৯৪ ম্যাচে ৬৭৮ ডিসমিসাল, ২৮,০১৬ রান),মহেন্দ্র সিং ধোনি (৫৩৮ ম্যাচে ৮২৯ ডিসমিসাল, ১৭২৬৬ রান),গিলক্রিস্ট (৩৯৬ ম্যাচে ৯০৫ ডিসমিসাল ও ১৫,৫৯৩ রান) এবং অ্যালেক স্টুয়ার্টের (৩০৩ ম্যাচে ৪০৪ ডিসমিসাল ও ১৩১৪০ রান) পাশে নাম বুধবারই লেখাতে পারতেন মুশফিক।

যেভাবে ব্যাট করছিলেন,তাতে মুশফিকুরের কাছে এমনটাই কাম্য ছিল। ক্রেইগ ব্রাথওয়েটকে এক ওভারে কভার ড্রাইভ এবয় স্কুপ শটে বাউন্ডারিতে মাইলস্টোনের কক্ষপথেই ছিলেন মুশফিকুর রহিম। সাকিবের সাথে

৫৯ রানের পার্টনারশিপে নেতৃত্ব দেয়া মুশফিক ঠিক মাইলস্টোন থেকে যখন মাত্র ১ রান দূরে, তখন করেছেন ভুল।দিনের শেষ ড্রিংকস ব্রেকের ঠিক পূর্বক্ষণে বাঁ হাতি স্পিনার ওয়ারিকানকে ডিফেন্স করতে যেয়ে স্লিপে দিয়েছেন ক্যাচ (৩৮)। মাত্র ১ রানের জন্য মাইলস্টোনটা ছোঁয়া হয়নি সেদিন মুশফিকুরের। বেড়েছে  প্রতীক্ষা।

৪৮ ঘন্টা পর এই মাইলফলকে পা রেখেছেন মুশফিকুর রহিম।দ্বিতীয় ইনিংসে গ্যাব্রিয়েলকে ডিপ পয়েন্টে খেলে প্রথম স্কোরিং শট নিয়ে পৌছে গেছেন এই মাইলস্টোনে।

তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ১২ হাজার রানের মাইলস্টোন পূর্ন করার দিনে লিজেন্ডারি উইকেট কিপিং অল রাউন্ডার সাঙ্গাকারা,ধোনি,গিলক্রিস্ট,অ্যালেক স্টুয়ার্টের পাশে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ